প্রফেসর রেজভী জামান

রেজভী জামান ২০/০৩/২০২৩ তারিখে সহযোগী অধ্যাপক হতে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে  ২১/০৩/২০২৩ তারিখে যশোর সরকারি মহিলা কলেজে বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করনে। প্রফেসর রেজভী জামান ১৮/৯/২০২৩ খ্রিস্টাব্দে সরাকরি আদেশে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেন ।

প্রফেসর রেজভী জামান ফরিদপুরের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে দুই দশকেরও অধিককাল ধরে সম্পৃক্ত। সরকারি রাজেন্দ্র কলেজের সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন এবং সাহিত্য, সংস্কৃতি ও বিতর্ক চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ।

সরকারি রাজেন্দ্র কলেজের সাহিত্যপত্র “কল্পলোক” এবং ইংরেজি ভাষার সাহিত্যপত্র The Creative Mind সম্পাদনা করেন। রোভার স্কাউটের জেলা নেতা প্রতিনিধি এবং কলেজ ইউনিটের সম্পাদক হিসেবে তিনি নিয়মিত সমাজ-সচেতনতামূলক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করেন। তিনি ফরিদপুর জেলা প্রশাসনের বুলেটিন প্রশাসন প্রবাহে নিয়মিত কলাম লেখেন। খেয়ালী নাট্য সম্প্রদায়, ফরিদপুরের সভাপতি হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। তিনি ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আজীবন সদস্য এবং বর্তমানে এ সংগঠনের কার্যকরী সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রগতিশীল শিশু সংগঠন খেলাঘর, ফরিদপুর জেলা। শাখার সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ফরিদপুর জেলা শাখা, ফরিদপুর ডিবেট ফোরাম, খেয়া সাংস্কৃতিক সংস্থা, থিয়েটার সুরলোক-এর উপদেষ্টা হিসেবে কাজ করছেন। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবসে প্রতিপাদ্য বিষয়ের উপর তিনি অসংখ্য সেমিনার পেপার রচনা ও উপস্থাপন করে থাকেন।

তিনি শেক্সপিয়র সোসাইটি, ফরিদপুরের মডারেটর হিসেবে বিশ্বনন্দিত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের ৪০০তম মৃত্যুবার্ষিকী পালনের উদ্যোগ গ্রহণ করেন এবং শেক্সপিয়র-রচিত “ম্যাকবেথ” নাটক অবলম্বনে “রক্তের গন্ধ” নামে একটি নাটিকা রচনা করেন, যেটি ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার প্রযোজনায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয়।

প্রফেসর রেজভী জামান ১৯৬৮ সালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে একটি ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক এবং মাতা মরহুমা লতিফা জামান গৃহিনী ছিলেন। শৈশব থেকেই তিনি আবৃত্তি, বিতর্ক এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য লাভ করেন।<?p>

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি স্বৈরাচার এবং সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করেন। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের চ্যাম্পিয়ন এ্যাথলেট ছিলেন তিনি ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন এবং একাধিকবার শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরবও অর্জন করেছেন বর্তমানে তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যক্ষ পদে কর্মরত। ইতোমধ্যে তিনি ফরিদপুর জেলা প্রশাসনের “জ্ঞানের আলো ট্রাস্ট” কর্তৃক শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফরিদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ষোড়শ বিসিএস ফোরামের যুগ্ম মহাসচিব (ঢাকা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংস্কৃতিক সংগঠক ছাড়াও তিনি প্রবন্ধকার এবং অনুবাদক হিসেবে নিয়মিত কাজ করেন।

সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৯ প্রদান করা হয়।