About Department

সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিষ্ঠিত হয় 1940 সালে। সুপ্রাচীন এ কলেজের সংঙ্গেঁ ইতিহাস বিভাগ যুক্ত হয় দীর্ঘকাল পরে 2013 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের অনুমতি স্বাপেক্ষে 2013 সাল হতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইতিহাস বিষয়ে পাঠদান কার্য্ক্রম শুরু হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2013-14 শিক্ষা বর্ষ থেকে ১ম বর্ষ স্নাতক (পাস) ও  স্নাতক (সম্মান) শ্রেণিতে সকল স্ট্রীমের শিক্ষার্থীদের জন্য “ স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয়ের ইতিহাস” একটি আবশ্যিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হলে অত্র কলেজের সদ্য প্রতিষ্ঠিত ইতিহাস বিভাগ পাঠদান সহ যাবতীয় দায়িত্ব পাল করে যাচ্ছে। এ বিভাগে বর্তমানে এইচ. এচ. সি, সম্মান ১ম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীরা এবং স্নাতক (পাস)-এর ১ম বর্ষের শিক্ষার্থীরা পড়া-লেখা করছে। বিভাগে এখনও কোন পদ সৃষ্টি হয়নি। একজন সংযুক্ত অধ্যাপক পাঠদান সহ সকল দায়িত্ব পালন করছেন। এ বিভাগে একজন অনিয়মিত কর্মচারী আছে।

Head of the Department

Ashalata Mallick

Assistant Professor and Head of the Department

Teachers of the Department of General History