Home

 At a Glance

 Notices

 Message From Principal

 Message From Vice Principal

 Photo Gallery

 Our Teachers

 Our Office Staffs

 Teacher`s Council

 Academic Council

 Syllabus

 Class Routine

 

বিশ্বায়নের এই যুগে আধুনিক বিশ্ব প্রেক্ষাপটে শিক্ষাক্ষেত্রে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এর জন্য প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত জনবল, প্রয়োজন মেধাবী শিক্ষক ও শিক্ষাদান পদ্ধতির ব্যাপক পরিবর্তন। এ লক্ষ্যে বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তি মানব সভ্যতার সকল ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষ পরিবর্তন সাধন করে চলেছে। বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information and Communication Technology-ICT) এর যুগ। বাংলাদেশের সকল ক্ষেত্রে ICT এর ব্যবহার ব্যাপকভাবে বেড়ে চলেছে। তথ্য আদান-প্রদান ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, শিল্প, চিত্তবিনোদন, মহাকাশ, সমুদ্র গবেষণা ইত্যাদি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের ব্যাপকতা রয়েছে। ফলে মানুষের জ্ঞান ভান্ডার আরও সমৃদ্ধ হতে চলেছে। এই চ্যালেঞ্জকে সামনে রেখে সরকারি হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ, মাগুরা-তে একটি ডাইনামিক ওয়েব সাইট খোলা হয়েছে সেখান থেকে কলেজের যাবতীয় তথ্যাদি ও ছাত্র-ছাত্রীর সকল তথ্যসহ শিক্ষা বিষয়ক যাবতীয় বই-পুস্তক, জার্নাল, সাময়ীকি, ম্যাগাজিন, পত্রিকা, ক্লাসরুটিন, বিজ্ঞপ্তি, শিক্ষক-কর্মচারীদের নামের তালিকাসহ যাবতীয় তথ্যাদি কলেজের এই ওয়েব সাইট থেকে পাওয়া যাবে। এ কলেজের প্রতিটি বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহারের মাধ্যমে শ্রেণি কক্ষে পাঠদান প্রক্রিয়া চলছে। এ ছাড়াও আমাদের কলেজে রয়েছে একটি আধুনিক কম্পিউটার ল্যাব যার মাধ্যমে প্রতিনিয়ত দেশের জন্য আইসিটি বিশেষজ্ঞ গড়ে উঠছে। তারা কম্পিউটার ল্যাব থেকে প্রশিক্ষণ নিয়ে আউট সোর্সিং করে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। এই মহতী উদ্যোগের সাথে সামিল হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ জন্য আমি ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিব মহোদয়ের প্রতি। পরম করুণাময় আমাদের সফলতাদান করুন। বাংলাদেশ চিরজীবি হোক।

প্রফেসর রেজভী জামান
অধ্যক্ষ সরকারি  হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা